Indian Prime Time
True News only ....

১ ব্যবসায়ীর অফিস থেকে উদ্ধার কয়েকশো কেজি সোনা-রূপার বাট

- Sponsored -

- Sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ গোপন সূত্রে খবর পেয়ে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) মুম্বইয়ের জাভেরি বাজারের একটি সংস্থার অফিস থেকে সাড়ে ৯১ কেজির সোনা ও ৩৪০ কেজি রুপো উদ্ধার করেছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪৮ কোটি টাকা।

ইডি সূত্রে জানা যায়, জাভেরি বাজারে ৭৬১ টি লকার ভাড়া দেওয়া হয়। যার মধ্যে তিনটিতে তল্লাশি চালানো হয়। যেগুলি একটি সংস্থার। যে সংস্থার বিরুদ্ধে আগে থেকে ২ হাজার ৭০০ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। এবার ওই সংস্থার দু’টি লকারে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ সোনা-রুপো উদ্ধার করা হয়েছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এছাড়া এই এলাকায় গয়নার বাজারে বহু লকার ভাড়া দেওয়া হয়। যার কোনো নথিপত্র নেই। এলাকার এক জন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এক জন সদস্য দাবী করেন, “হিসাব-বহির্ভূত এই বিপুল পরিমাণ সোনা-রুপো কোনো ব্যবসায়ীর নয়। কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে।”

পারেখ অ্যালুমিনেক্স নামে ওই সংস্থাটি অ্যালুমিনিয়াম ফয়েলের বাক্স তৈরী করে। সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) ওই সংস্থাটির বিরুদ্ধে আড়াই হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ দায়ের করেছে। দু’টি ব্যাংক থেকে ৩৯০ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগে এই সংস্থার বিরুদ্ধে মুম্বই পুলিশের ইকনমিক অফেন্সেস উইংস (ইওডব্লিউ)ও আলাদা ভাবে দু’টি এফআইআর দায়ের করেছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored