ব্যুরো নিউজঃ ইরানঃ দু’বছর আগে আজকের দিনে ইরানে ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের’ কমান্ডার কাসেম সোলেমানি আমেরিকার ক্ষেপণাস্ত্র হানায় নিহত হয়েছিলেন। তাই এদিন কাসেম সোলেমানির মৃত্যু দিবসে শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরান থেকে প্রায় হাজার কিলোমিটার দূরে কেরমান শহরে সাহিব আল-জামান মসজিদের অদূরে তাঁর কবরে সহস্র মানুষের ঢল নেমেছিল। কিন্তু এদিন এখানেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে৷
সূত্রের খবর, এখনো অবধি ১০৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহতের সংখ্যা প্রায় ১৭০ জন। যাদের মধ্যে অনেকেরই অবস্থা বেশ আশঙ্কাজনক। ফলে মৃত্যুর সংখ্যা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। সরকারী ভাবে এই বিস্ফোরণকে জঙ্গিহানা বলা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। একটি সূত্রের তরফে দাবী করা হয়েছে যে, গাজায় যুদ্ধের আবহে ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ এই নাশকতা চালাতে পারে।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া আমেরিকার মদতের সম্ভবনার কথাও উঠে আসছে। কারণ সাম্প্রতিক যুদ্ধে ইরান গাজার হামাস, লেবাননের হিজবুল্লা ও ইয়েমেনের হুথি বাহিনীকে ইজরায়েলের বিরুদ্ধে মদত দিচ্ছে। অন্যদিকে, আমেরিকার তৎকালীন প্রতিনিধি কেলি ক্রাফ্ট রাষ্ট্রপুঞ্জকে জানিয়েছিলেন, ‘‘কাসেম সোলেমানি পশ্চিম এশিয়ায় মোতায়েন আমেরিকা সেনার উপর ধারাবাহিক ভাবে হামলায় মদত দিচ্ছিলেন।’’
Sponsored Ads
Display Your Ads Here