অনুষ্ঠান বাড়ির খাবার খেয়ে হাসপাতালে ভর্তি শিশু সহ শতাধিক অতিথি

Share

নিজস্ব সংবাদদাতাঃ ছত্রিশগড়ঃ ছত্তীসগড়ের আনসুলা গ্রামে প্রধান শিক্ষকের বাড়িতে অনুষ্ঠান উপলক্ষ্যে বিদ্যালয়ের পড়ুয়া ও অধিকাংশ গ্রামবাসীদের নিমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু অনুষ্ঠান বাড়ির খাবার খেয়ে ইতিমধ্যে ৫১ জন শিশু সহ মোট ১০০ জনকে হাসপাতালে ভর্তি।

সূত্রের ভিত্তিতে জানা যাচ্ছে, ৫১ জন শিশুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে রক্তবমি এবং পেট খারাপ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা বেড়েই চলেছে। প্রায় সকলেরই উপসর্গ এক। পরীক্ষা করে দেখা গেছে খাবারে বিষক্রিয়া থেকে সকলে অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু কোন খাবার থেকে এমন ভয়ানক বিষক্রিয়া হলো তা এখনো পর্যন্ত জানা যায়নি।


জেলাশাসক ডোমান সিং জানিয়েছেন, “কমিউনিটি হেলথ সেন্টারে শতাধিক রোগী ভর্তি আছে। শিশুদের অবস্থা গুরুতর। প্রত্যেকেরই বমি, পেট খারাপ, জ্বর ও অন্যান্য উপসর্গ রয়েছে। তবে চিকিত্‍সকরা রোগীদের সারিয়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আটা থেকে বিষক্রিয়া ছড়িয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। গ্রামে বিশেষজ্ঞের দল পাঠানো হয়েছে। রোগীদের নমুনাও সংগ্রহ করা হচ্ছে”।


হাসপাতালে ভর্তি এক রোগী জানালেন, “রাতেরবেলা খাবার পরেই গোটা পরিবার অসুস্থ হয়ে পড়ে। বমি থেকে শুরু করে ভয়ানক পেটে যন্ত্রণা শুরু হয়। সেই সাথে মাথা-হাত-পায়ে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। প্রথমে মনে হয়েছিল সারাদিন না খেয়ে থাকার ফলে হয়তো এমনটা হচ্ছে। কিন্তু কিছু পরেই দেখা যায় শরীরে অস্বস্তি বাড়ছে। বমি বন্ধ হচ্ছে না। বাড়ির সকলেরই একই অবস্থা।


এরপরে আশপাশের বাড়ি থেকেও এই অসুস্থতার খবর আসতে শুরু করে। গোটা গ্রামের বাসিন্দারাই অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকেরা বলছেন, খাদ্যনালীতে সংক্রমণ দেখা গিয়েছে”। এরইমধ্যে পুলিশও ঘটনাটির বিষয়ে বিশদে তদন্ত শুরু করে দিয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকাময় রিতীমতো চাঞ্চল্য শুরু হয়ে গেছে।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031