নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ আজ বাঁকুড়ার সোনামুখী থানার পাঁচাল গ্রাম লাগোয়া ফকিরবাঁধ জঙ্গলে পাঁচাল ছান্দার মূল রাস্তা থেকে প্রায় ৩০০ মিটার দূরে জঙ্গলের ভিতরে কাঁচা রাস্তার উপর অগ্নিদগ্ধ চারচাকা গাড়ির ভিতর থেকে উদ্ধার মানুষের কঙ্কাল। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই জঙ্গলে একটি পোল্ট্রি ফার্ম রয়েছে। ওই পোল্ট্রি ফার্মের কর্মীরা জঙ্গলের রাস্তায় একটি গাড়িকে দাউ দাউ করে জ্বলতে দেখে সোনামুখী থানায় খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখেন একটি গাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আর ভিতরে কঙ্কাল সহ আধপোড়া হাড়গোড় পড়ে রয়েছে।
এও জানা গিয়েছে যে, ওই গাড়িটি গ্রামের স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় সাইনি চালাতেন। এদিকে ওই দেহ উদ্ধার করার পর ধনঞ্জয়ের পরিবারকে ডেকে পাঠানো হয়। কিন্তু কঙ্কালটিকে শনাক্ত করা সম্ভব হয়নি।
এদিকে বুধবার রাতেরবেলা সে ওই গাড়িটি ভাড়ার জন্য নিয়ে বেরোন। তারপর থেকে পরিবারের সাথে যোগাযোগও হয়নি আর খোঁজও পাওয়া যায়নি। ইতিমধ্যে এই ঘটনায় ফরেন্সিক দলকে খবর পাঠানো হয়েছে। এছাড়া মৃতের পরিচয় জানতে তদন্তও শুরু করা হয়েছে।