নিজস্ব সংবাদদাতাঃ জম্বুঃ জম্মু ও কাশ্মীরে পুলিশ পাকিস্তানের দিক থেকে আসা একটি ড্রোনকে গুলি করে নামাতেই সীমান্তের তাল্লা হারিয়া চক এলাকায় ভেঙে পড়া ওই ড্রোন থেকে বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, রাজাবর পুলিশ রুটিন তল্লাশিতে নেমেছিলেন। তখনই ওই ড্রোনের দেখতে পেয়েই সেটিকে গুলি করে নামানো হয়। বোম্ব ডিস্পোজাল স্কোয়ার্ড ড্রোনটি থেকে সাতটি গ্রেনেড ও সাতটি ম্যাগনেটিক বোমা উদ্ধার করেন।
জেলা প্রশাসন মনে করছেন যে, অমরনাথ যাত্রার আগে পুলিশবাহিনী সহ সেনাবাহিনী সীমান্তে তল্লাশি বৃদ্ধি করেছেন। আর এই কারণেই ওই ড্রোনের সন্ধান পাওয়া গেছে।