ব্যুরো নিউজঃ ইন্দোনেশিয়াঃ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার জামি মসজিদে আচমকা ভয়ানক আগুন লেগে কয়েক সেকেন্ডের মধ্যেই মসজিদের সাদা গম্বুজ হুড়মুড়িয়ে ধসে পড়তেই চারপাশে ধুলোয় ভরে ওঠে। আর আগুনের লেলিহান শিখায় চারিদিক কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
সূত্রের ভিত্তিতে জানা যাচ্ছে, সম্প্রতি মসজিদে নির্মাণ কাজ চলছিল। কিন্তু হঠাৎ করে এলাকাবাসীরা গম্বুজ থেকে কালো ধোঁয়া বের হতে দেখে দ্রুত মসজিদ কর্তৃপক্ষকে সতর্ক করে দেন। দমকল বিভাগের কাছেও খবর দেওয়া হয়। তবে ততক্ষণে পুরো গম্বুজে আগুন ছড়িয়ে পড়ে।
Sponsored Ads
Display Your Ads Here
অবশ্য এই ঘটনায় কেউ হাতাহত হননি। যদিও যারা মেরামতির কাজে যুক্ত ছিলেন পুলিশ তাদের আটক করেছেন। এর পাশাপাশি অগ্নিকাণ্ড কিভাবে ঘটলো তা জানার চেষ্টা চলছে। উল্লেখ্য, ২০ বছর আগেও মেরামতির কাজের সময় এই মসজিদে আগুন লেগেছিল। এদিকে ভয়াবহ এই ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হতেই সকলে আঁতকে উঠলেন।
Sponsored Ads
Display Your Ads Here