Indian Prime Time
True News only ....

আমতায় জ্বলল দুই বিজেপি প্রার্থীর বাড়ি

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ রাতের অন্ধকারে হাওড়ার আমতায় দুই বিজেপি প্রার্থীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরী হয়।

জানা গেছে, আমতা বিধানসভার জয়পুর থানার দক্ষিণ কাঁকরোল গ্রাম পঞ্চায়েতের ৩৭ নম্বর ও ৪৩ নম্বর আসন থেকে বিজেপির হয়ে ঝুমা রায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার সময় থেকেই হুমকি দেওয়া হচ্ছিল। ভোটের দিন ঝুমা দেবীকে গণনাকেন্দ্র থেকে মারধর করে বার করে দেওয়া হয়।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

আর এবার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাদের মুদিখানা দোকানও জ্বালিয়ে দেওয়া হয়। জেলা গ্রামীণের বিজেপি সভাপতি অরুণোদয় পাল চৌধুরীর জানান, ‘‘এই হল এই রাজ্যের অবস্থা। বিরোধী দলের হয়ে কেউ ভোটে লড়াই করলেই তার বাড়িতে পেট্রোল জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়!৷ তবে আমরা এর শেষ দেখে ছাড়ব।’’

তৃণমূল নেতৃত্ব সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘যা ঘটেছে, তা দুঃখজনক। কিন্তু এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো কর্মী-সমর্থক কোনোভাবে জড়িত নেই।’’ তবে পুলিশ অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছেন।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored