নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ প্রবল বৃষ্টির কারণে পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমায় একেবারে জলমগ্ন হয়ে পড়েছে। এছাড়া সাঁতুড়ি ব্লকের অন্তর্গত মোকড়া ও সুনুড়ি গ্রামে একের পর এক কাঁচা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে।
গতকাল সাতুরি ব্লকের অন্তর্গত নিমটিকুড়ি থেকে পিরলগড়িয়া অর্থাত্ সাঁতুড়ি থেকে বাঁকুড়ার তিলুড়ি যাওয়ার রাস্তার ব্রিজ ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।
ফলে এলাকার বাসিন্দারা নিত্য প্রয়োজনীয় কাজ থেকে বঞ্চিত হয়েছে। এমনকি এলাকার মানুষজন যেকোনো রোগীর পরিষেবা থেকেও বিচ্ছিন্ন হয়ে রয়েছেন।
এই বিষয়ে সাঁতুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভদীপ বেরা জানিয়েছেন, “দ্রুত এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে”।
অন্যদিকে টানা দু’দিনের বৃষ্টির জেরে টাটা পুরুলিয়া ৩২ নম্বর জাতীয় সড়কে কুমারী নদীর উপর তৈরী অস্থায়ী সেতু ভেঙে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
আপাতত সেতুর ওপরে প্রচুর পরিমাণে জল জমে থাকার কারণে নির্মাণের কাজ শুরু করা সম্ভব হয়নি। ফলে গাড়ি চালকেরা বরাবাজার, বামুনডিহা এবং চাকোলতোড় হয়ে পুরুলিয়া যাচ্ছে।