অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল টালিগঞ্জ থানা এলাকার লেক অ্যাভিনিউ রোডে বাড়িতে ঢুকে লুটপাটের চেষ্টা। গৃহকর্ত্রী চিৎকার করতেই চালানো হল গুলি। এই ঘটনায় পুলিশ এখনো অবধি তিন জনকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, তিন জনই ভিন্রাজ্যের বাসিন্দা।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় লেক অ্যাভিনিউ রোডের বাসিন্দা এক ব্যক্তির বাড়িতে তিন যুবক হানা দেন। ওই তিন জনের মধ্যে এক জন ওই ব্যক্তির পূর্বপরিচিত। কিন্তু পূর্বপরিচিতের সঙ্গে বাকি দু’জনকে দেখে কিছুটা অবাক হন গৃহকর্তা। কিছু বুঝে ওঠার আগেই বাড়ির ভিতর ঢুকে পড়েন ওই তিন জন। অভিযোগ, লুটপাটের চেষ্টা চলে। কিন্তু গৃহকর্ত্রী চিৎকার শুরু করায় লুটপাট বাধাপ্রাপ্ত হয়।
Sponsored Ads
Display Your Ads Here
অভিযোগ, তার পরেই এক রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় তিন জন। তবে এই ঘটনায় কেউ আহত হননি। তবে গুলি চালানোর অভিযোগের সত্যাসত্য খতিয়ে দেখছে পুলিশ। পরে তিন জনকেই আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন এই ঘটনা, এর নেপথ্যে আর কারা আছেন, তা তদন্ত করে দেখছে পুলিশ।
Sponsored Ads
Display Your Ads Here