নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরঃ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ৪৮ ঘণ্টা যেতে না যেতেই নিরাপত্তা বাহিনী সহ জম্মু-কাশ্মীর প্রশাসন জঙ্গিদের বাড়ি বিস্ফোরণে উড়িয়ে, ভেঙে গুঁড়িয়ে দিল। এই হামলার পর স্থানীয় প্রশাসন জঙ্গিদের চিহ্নিত করে ছবি প্রকাশ করেছে। এদের এক জনের নাম আদিল হুসেন। আদিল সন্ত্রাসবাদী সংগঠন লশকর-এ-ত্যায়বার সাথে যুক্ত ছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
সেনা সূত্রে খবর, গতকাল গভীর রাতেরবেলা আদিলের বাড়িটি আইইডি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়। আর ওই ঘটনারই ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাড়িটি বিস্ফোরণের ধাক্কায় মাঝখান থেকে উড়ে গিয়েছে। সকালবেলা দেখা গিয়েছে, বাড়ির সামনের অংশে ইট ছড়িয়ে পড়ে আছে ও অ্যাসবেটসের চাল ধসে গিয়েছে। এছাড়া জানলার পাল্লা ভেঙে ঝুলতে দেখা গিয়েছে। এমনকি বাড়ির অন্য একটি অংশ থেকে কড়িকাঠও ভেঙে পড়েছে। বাড়ির ভিতরেও সমস্ত কিছু তছনছ হয়ে গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
জানা গিয়েছে, ২০১৮ সালে আদিল একবার পাকিস্তানে গিয়েছিল। গত বছর আবার উপত্যকায় ফিরে আসে। আর অভিযোগ ওঠে, ‘‘তখন থেকেই সে লশকর-এ-ত্যায়বার স্থানীয় গাইড বা পথপ্রদর্শক হিসাবে কাজ করছিল।’’ ইতিমধ্যে জম্মু-কাশ্মীর পুলিশ আদিলের ছবি প্রকাশ করে জানিয়েছে, আদিলের খোঁজ দিতে পারলে কুড়ি লক্ষ টাকা পুরষ্কার দেওয়া হবে।
Sponsored Ads
Display Your Ads Here