নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ গতকাল রাতেরবেলা পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের বিষ্ণুপুর অঞ্চলের লোকপিঠ এলাকার তৃণমূল কার্যালয়ে হামলা চললো। সেখানে থাকা দলীয় পতাকা ও মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স পুড়ে ফেলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। কিন্তু বিজেপি তৃণমূলের আনা এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
তৃণমূলের অভিযোগ, “গতকাল দলীয় কার্যালয়ে আলোচনা সেরে তৃণমূল কর্মীরা বাড়ি ফিরে যান। আর এদিন কার্যালয়ে এসে দেখা যায়, গেটের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগানো ফ্লেক্স ও দলীয় পতাকা পুড়িয়ে ফেলা হয়েছে। পার্টি অফিসের ভিতরে থাকা বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হয়েছে।” বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সাথে জড়িত বলে অভিযোগ তোলা হচ্ছে। ইতিমধ্যে তৃণমূলের তরফে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ অভিযোগের পরিপ্রেক্ষিতে এই ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে। এলাকার বিজেপির মন্ডল সভাপতি অজিত দত্তগুপ্ত এই প্রসঙ্গে জানান, “এই অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। বিজেপি এই সংবিধান বিশ্বাস করে না। তৃণমূল বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য মিথ্যা অভিযোগ করছে।”
Sponsored Ads
Display Your Ads Here