অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ বঞ্চিত ফ্রেশার্স চাকরীপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান ছিল। মূল দাবী ছিল, “যোগ্য চাকরীপ্রার্থীদের দেওয়া অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর বাতিল করতে হবে। শূন্যপদ বাড়াতে হবে।” কিন্তু বিধাননগর থানার পুলিশ বাধা দিতেই পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। আর পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

দশ বছর পর এসএলএসটি পরীক্ষা হয়। তবে ফ্রেশার্সদের অভিযোগ, “তাদের সেখানেও সুযোগ হয়নি। সেই পরীক্ষাতেই ২০১৬ সালের প্যানেলের যোগ্য চাকরীহারারাও বসেছিলেন। যাদের অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর দেওয়া হয়েছিল। সে কারণে ফ্রেশার্সরা পূর্ণ নম্বর পেয়েও সুযোগ পাচ্ছেন না।” আন্দোলনকারী এক জন চাকরীপ্রার্থীর কথায়, “দশ নম্বর বাতিল করতে হবে। এক লক্ষ আসন বাড়াতে হবে!” পাশাপাশি আন্দোলনকারীরা স্বচ্ছতার সাথে ওএমআর শিট প্রকাশেরও দাবী জানান।

জানা গেছে, এদিন পূর্বনির্ধারিত কর্মসূচী অনুযায়ী ফ্রেশার্স চাকরীপ্রার্থীরা করুণাময়ী থেকে বিকাশ ভবন অবধি বিক্ষোভ মিছিলের ডাক দেন। কিন্তু শুরুতেই পুলিশের বাধা পেতেই পরিস্থিতি রণক্ষেত্র রূপ ধারণ করে। করুণাময়ী চত্বর জুড়ে পুলিশ বাহিনী মোতায়েন ছিল। এককথায় পুলিশ এসএলএসটি ফ্রেশার্সদের মিছিলই করতেই দেয়নি। এই ঘটনায় পুলিশ দু’জন ফ্রেশার্সদের আটক করে। এরপর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ফ্রেশার্স চাকরীপ্রার্থীদের আটক করে রীতিমতো জোর করে প্রিজন ভ্যানে তুলে দেয়।
Sponsored Ads
Display Your Ads Here









