নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ সম্প্রতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক নাবালিকাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল। ওই ঘটনা ঘিরে একাধিক বার কালিয়াগঞ্জ অগ্নিগর্ভ হয়ে ওঠে। এবার ফের ওই অভিযোগকে কেন্দ্র করে কালিয়াগঞ্জের থানা ও ওই চত্বরের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পুলিশও এই ঘটনার পাল্টা প্রতিরোধ করেন। এই ঘটনার জেরে সমগ্র এলাকা রণক্ষেত্রের আকার ধারণ করে।
মঙ্গলবার রাজবংশী তফশিলী আদিবাসী সমন্বয় কমিটি কালিয়াগঞ্জে থানা অভিযান কর্মসূচী পালনের ডাক দিয়েছিল। ওই কর্মসূচী থেকে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবী তোলা হয়। এদিকে পুলিশ কর্মসূচীর আগাম খবর পেয়ে থানার সামনে তিনটি জায়গায় ব্যারিকেড তৈরী করেছিল। কিন্তু আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়েন। আর পুলিশ পরিস্থিতি সামাল দিতে পাল্টা কাঁদানে গ্যাসের শেল ছোঁড়েন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর আন্দোলনকারীরা মারমুখী হয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। থানায় ঢুকে ভাঙচুর চালিয়ে থানার একটি অংশে আগুন লাগিয়ে দেওয়া হয়। ফলে অগ্নিকাণ্ডের জেরে থানায় রাখা একাধিক বাইক পুড়ে যায়। এই সংঘর্ষের কারণে বেশ কয়েক জন পুলিশকর্মী আহত হয়েছেন। পরে পুলিশ কয়েক জনকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারও করেছে।
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে বিজেপিও একই দাবীতে রায়গঞ্জে পুলিশ সুপারের দপ্তর ঘেরাও অভিযান করেছিল। এক্ষেত্রেও আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে দেন। এদিন এই কর্মসূচীকে কেন্দ্র করেও তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
Sponsored Ads
Display Your Ads Here