মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবীতে আজ বিজেপি সাংসদ তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি বসিরহাটের ন্যাজাট থানা ঘেরাও অভিযানে নেমেছে। পুলিশ এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে আগেই থানার অদূরে ব্যারিকেড বসিয়ে ১৪৪ ধারা জারি করেছে। কিন্তু বিজেপি নেতা-কর্মীরা তা অমান্য করে ব্যারিকেড ভেঙে এগিয়ে গিয়েছেন। আর তাতে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও শুরু হয়।
এরপর পুলিশের বাধা পেয়ে বিজেপি নেতৃত্ব পথেই বসে পড়েন। সুকান্ত মজুমদার অভিযোগ অস্বীকার করে জানান, ‘‘পুলিশ থানা থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে ব্যারিকেড রেখে দিয়েছিল যাতে বিজেপি কর্মীরা কর্মসূচী করতে না পারেন। যেখানে ব্যারিকেড করা হয়েছিল সেখানে ১৪৪ ধারা জারি করা ছিল না। আর মহিলা পুলিশ কর্মীদের এগিয়ে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যৎ এ পুরুষ নেতাদের বিরুদ্ধে মামলা করা যায়।’’
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি পুলিশকে কটাক্ষ করে এও বলেন, ‘‘শেখ শাহজাহান কোথায় রয়েছে, তা পুলিশ জানে। চাইলেই গ্রেফতার করতে পারে। এখন এখানে যত পুলিশ রয়েছে, যেদিন হামলা হয়েছে, পৌঁছতে পারত না?’’ এছাড়া পুলিশের বিরুদ্ধে বিজেপির মহিলা কর্মীকে খামচে দেওয়ার অভিযোগও উঠেছে।
Sponsored Ads
Display Your Ads Here
মূলত, পুলিশ ও বিজেপি কর্মীদের ধস্তাধস্তিতে ন্যাজাট এলাকা রণক্ষেত্রের আকার ধারণ করেছে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, এই ন্যাজাট থানা এলাকায় শাহজাহানের বাড়ি রয়েছে। গত শুক্রবার ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) আধিকারিকরা যেখানে গিয়ে আক্রান্ত হয়েছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here