মধুচক্রের অভিযোগে অভিযুক্ত যুবক-যুবতী সহ বাড়ির মালিক
অনুপ জয়সওয়ালঃ উত্তর দিনাজপুরঃ এক ব্যক্তির বাড়িতে মধুচক্রের আসর বসানোকে কেন্দ্র করে গতকাল বাসিন্দাদের হানাতে উত্তর দিনাজপুরের ইসলামপুরের বিবেকানন্দ পাড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বাসিন্দাদের থেকে খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ বিবেকানন্দ পাড়ার বাসিন্দা বাপন দত্তের বাড়িতে তল্লাশী চালিয়ে বহিরাগত এক যুবতী ও এক যুবতী উদ্ধার করে।
বাসিন্দাদের উত্তেজনার মধ্যেই ধৃত যুবক স্বীকার করেছেন যে, বাড়ির মালিক বাপন দত্ত তাদের টাকার বিনিময়ে জায়গা দিয়েছে। বাপন দত্ত টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করলেও ধৃতদের সাথে সম্পর্ক কি তা ঠিকঠাক ভাবে জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা মনি মজুমদার বলেন, “দীর্ঘদিন ধরে বাপন দত্ত পাড়ার মধ্যে এভাবেই মধুচক্রের আসর বসিয়ে আসছে। আজকে হাতে নাতে ধরা হয়েছে। পাড়ার মধ্যে কখনোই এই ধরনের নোংরা কাজ বরদাস্ত করা হবে না”। এদিকে বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে বাড়ির মালিক সহ ধৃতদের থানায় নিয়ে গিয়েছে ইসলামপুর থানার পুলিশ।