মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ উত্তর চব্বিশ পরগণার পানিহাটি পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের তেজপাল এলাকায় একটি বাড়ির মধ্যে বোমা বিস্ফোরণের জেরে বাড়ির মালিক জিতেন্দ্র গুপ্তর হাত উড়ে যায়। এই ঘটনায় আশেপাশের বাড়িগুলিও কেঁপে ওঠে। এমনকি কোনো কোনো বাড়ির কাচও ভেঙে পড়ে। পাশাপাশি এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরী হয়।
এরপর দ্রুত আশঙ্কাজনক অবস্থায় জিতেন্দ্রবাবুকে প্রথমে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করানো হয়। পরে শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় কলকাতার অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খড়দহ থানার পুলিশ বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত বাড়িটিতে মজুত থাকা বোমাগুলিকে বালির বস্তায় করে উদ্ধার করে নিয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু ওই বাড়িতে বোমা বিস্ফোরণ হলো কিভাবে? আর কেনই বা বোমা মজুত করে রাখা ছিল? পুলিশ তা খতিয়ে দেখছেন। এলাকার বাসিন্দা তথা খড়দহ শহর তৃণমূলের সভাপতি দিব্যেন্দু চৌধুরী এই বিষয়ে জানান, “অনেক দূর থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছিল। এই এলাকা এমনি শান্ত। কোনো ঝুটঝামেলা থাকে না। তাও এই ধরনের ঘটনা ঘটলো কিভাবে তা প্রশাসন খতিয়ে দেখবে।”
Sponsored Ads
Display Your Ads Here