চয়ন রায়ঃ কলকাতাঃ এবার কলকাতায় ৫ মাসের এক শিশুর দেহে এইচএমপিভি ভাইরাসের (হিউম্যান মেটানিউমোভাইরাস) হদিস পাওয়া গিয়েছে। তবে ওই শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ডিসেম্বর মাসের শেষে ওই শিশু মুম্বই থেকে মা-বাবার সাথে কলকাতায় এসেছিল। এখানে এসে সে অসুস্থ হয়ে পড়লে বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে কয়েক দিন পর্যবেক্ষণে রাখার পর ছেড়ে দেওয়া হয়। আজই আবার বেঙ্গালুরুতে দুই শিশু ও আহমেদাবাদে এক জন শিশুর শরীরে এইচএমপিভি ভাইরাসের হদিশ পাওয়ার খবর জানা গিয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, ওই শিশুর জ্বর এবং কাশির মতো সাধারণ কিছু উপসর্গ ছিল। পরীক্ষার নমুনায় এইচএমপিভি ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, “ওই শিশুর আতঙ্কিত হওয়ার মতো কোনোপ্রকার শারীরিক পরিস্থিতি ছিল না। এরপরেও সব রকম সাবধানতা অবলম্বন করেই চিকিৎসা করা হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here