নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডঃ গত কয়েক দিন ধরেই হিমাচলপ্রদেশে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। কিন্তু আচমকা মেঘ ভাঙা বৃষ্টির প্রকোপে হিমাচলপ্রদেশের ধরমশালার ম্যাকলয়েডগঞ্জে একাধিক গাড়ি ভেসে যাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি হোটেলও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই মেঘভাঙা বৃষ্টির জেরে স্থানীয় নদীর জলস্তর বেড়ে গিয়ে ম্যাকলেয়ড গঞ্জের ভাসু নাগে হড়পা বান দেখা দেয়। এই প্রবল বৃষ্টির তোড়ে শহরের মধ্যে জল ঢুকে রাস্তায় দাঁড়িয়ে থাকা কমপক্ষে ১৫ থেকে ২০ টি গাড়ি ভেসে যায়। ধরমশালায় বন্যা পরিস্থিতি তৈরী হওয়ার পাশাপাশি সিমলার ঝাকরির রামপুরেও প্রবল বৃষ্টির জেরে জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিনও হিমাচলপ্রদেশের পার্বত্য ও সমতল অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আজ এবং আগামীকালের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর বুধবার ও বৃহস্পতিবারের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরফলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।
Sponsored Ads
Display Your Ads Here
সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। যদিও প্রশাসনের তরফ থেকে আগাম সতর্কতা বার্তা আরোপ করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here