বসন্ততেও ইলিশের সমারোহ, যা দেখে তাক লেগেছে আম বাঙ্গালীর

Share

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ ভোজনরসিক বাঙালীর কাছে বর্ষাকাল খুবই প্রিয়। কারণ বর্ষাকাল মানেই ইলিশের রমরমা। কিন্তু এবার বসন্তকালেও সাধ্যের মধ্যেই রূপালী ইলিশ পাওয়া যাচ্ছে।

আর পূর্ব মেদিনীপুরের দিঘা মোহানার বিভিন্ন আড়তে ইলিশ মাছ উপচে পড়ছে। যা দেখে আম বাঙালী একেবারে আনন্দে আটখানা। মার্চ মাসেও বাজারগুলিতেও ইলিশ মাছ রমরমিয়ে বিক্রি হচ্ছে।


এখন বাজারে ৫০০ গ্রাম থেকে ৭০০ গ্রামের ইলিশও পাওয়া যাচ্ছে। যার দাম ৫০০ টাকায়। এক কেজি ওজনের ইলিশ মাছ ৬০০ টাকা থেকে ৮০০ টাকাতে বিক্রি হচ্ছে। আর দেড় কেজি থেকে দুই কেজি ওজনের ইলিশ মাছ ১০০০ টাকায় ১৫০০ টাকাতে বিক্রি হচ্ছে।


স্থানীয় মৎস্যজীবীরা বলছেন, “এবার বর্ষাকালে প্রচুর ইলিশ উঠলেও দাম অনেকটাই ঊর্ধ্বমুখী ছিল। অতএব বর্ষার সময়ও এত সস্তায় ইলিশ মাছ পাওয়া যায়নি।” এদিকে সস্তায় ইলিশ কিনতে পর্যটকরাও দিঘায় ভিড় জমাচ্ছেন।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930