নিজস্ব সংবাদদাতাঃ দার্জিলিংঃ তুষারপাতের পূর্বাভাস থাকলেও কিন্তুু ভারী তুষারপাতের কোনোরকম পূর্বাভাস ছিল না। ২৫ শে ডিসেম্বর বড়দিনের পর থেকে নাথুলা, ছাংগু ও ইয়মথাংয়ের মত জায়গাগুলি তুষারপাতে একেবারে মুড়ে যায়।
এর পাশাপাশি লাচেং এবং সান্দাকফুতেও হালকা তুষারপাত হয়। এই তুষারপাতের মধ্যে পড়ে আর সেই মজা থেকে নিজেদের সরিয়ে নিতে পারেনি পর্যটনপ্রেমীরা।
Sponsored Ads
Display Your Ads Here
প্রচণ্ড শীতের মধ্যেও আজ আবার নতুন করে লাচুং ও সান্দাকফুতে তুষারপাত হওয়ায় পযটকরা দারুণ উৎফুল্ল হয়ে পড়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here