রায়া দাসঃ কলকাতাঃ আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি দিয়ে জানালো যে, ‘এবার থেকে মে মাস থেকে উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হবে।’ আর আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ চলতি বছরে যারা একাদশ শ্রেণীতে উঠবে তাদের সময় থেকেই উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি শুরু করা হচ্ছে।
এই সেমিস্টার পদ্ধতিতেই মে মাস থেকে ক্লাস শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। মে মাসের মাঝামাঝি সময় থেকে সেমিস্টার ওয়ান ও তিনের ক্লাস শুরু হবে। অক্টোবর মাস অবধি চলবে। আর নভেম্বর মাস থেকে সেমিস্টার টু এবং চারের ক্লাস শুরু হবে। এপ্রিল মাস পর্যন্ত চলবে। সেমিস্টার ওয়ান ও সেমিস্টার টুয়ের পরীক্ষার প্রশ্ন মাল্টিপেল চয়েস টাইপ এবং শর্ট প্রশ্ন হবে। আর সেমিস্টার ওয়ানের পরীক্ষা ওএমআর শিটে হবে। সেমিস্টার ওয়ান ও সেমিস্টার টু এর প্রশ্ন বিদ্যালয়গুলি করবে।
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে, সেমিস্টার থ্রি এবং সেমিস্টার চারের পরীক্ষা সংসদ নেবে। সেমিস্টার থ্রি ও সেমিস্টার ফোরের প্রাকটিক্যাল এবং প্রজেক্ট পরীক্ষার নম্বর কাউন্সিল নিজেদের পোর্টালে আপলোড করবে। প্রতি বছর এপ্রিল মাসে সেমিস্টার ফোরের পরীক্ষা হবে। সেমিস্টার থ্রি ও সেমিস্টার চারের নম্বরের ভিত্তিতেই ছাত্র-ছাত্রীদের উচ্চ মাধ্যমিকের মোট নম্বর দেওয়া হবে।
Sponsored Ads
Display Your Ads Here