চয়ন রায়ঃ কলকাতাঃ সকালবেলা থেকে চড়া রোদ। কিন্তু দুপুরবেলা গড়াতেই আকাশ আঁধারে ঢাকলো। আর মুষলধারায় বৃষ্টি নামল। উত্তর থেকে দক্ষিণ কলকাতার প্রায় সর্বত্রই মাঝারী থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েক ঘণ্টায় কলকাতা ও কলকাতার বিস্তীর্ণ অংশ সহ হাওড়া, হুগলী, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগণায় মাঝারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ত্রিশ কিলোমিটার থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বজ্রপাতও চলবে। রাতেরবেলা থেকে বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে। এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগণায় কমলা সতর্কতা জারি হয়েছে।
সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহেই বর্ষা বিদায় নেয়। কিন্তু চলতি মরসুমে এখনো দক্ষিণবঙ্গে বর্ষা বিদায় নেয়নি। আবহবিদরা জানাচ্ছেন, “আগামী তিন-চার দিন আবহাওয়া এমনই থাকবে। মৌসুমী বায়ুর প্রভাবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। তারপর ধীরে ধীরে বর্ষা বিদায় নেবে। উত্তরবঙ্গে অবশ্য আপাতত বৃষ্টির আভাস নেই।”
Sponsored Ads
Display Your Ads Here
ইতিমধ্যে দুপুরবেলা থেকে চলা ঘণ্টা খানেকের বৃষ্টিতে কলকাতার অনেক এলাকা জলমগ্ন। সায়েন্স সিটির আশপাশ থেকে ঠনঠনিয়া কালীবাড়ি এলাকায় জল জমে গিয়েছে। পথচারী থেকে বাসযাত্রীরা একেবারে নাজেহাল হয়ে পড়েছেন।