নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ গত কয়েক দিন থেকে ভারী বর্ষণের জেরে কেরল, পুদুচেরি ও তামিলনাড়ুর বিপর্যস্ত অবস্থা। ফলে এলাকার জনজীবনও বিপন্ন। এর জেরে আজ তামিলনাড়ুর আটটি জেলায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আর কয়েকটি ট্রেনও বাতিল করা হয়েছে।
মৌসম ভবন জানিয়েছে, কেরল এবং তামিলনাড়ুতে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি চলছে। এদিনও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তামিলনাড়ুর থেনি, তুথুকুড়ি, তেনকাশি, নীলগিরি, কন্যাকুমারী, পুদুকোত্তাই, বিরুধনগর ও তিরুনেলভেলি জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
বৃষ্টির জেরে রেললাইন একেবারে জলের তলায় চলে গিয়েছে। কুনুর এবং উদগমণ্ডলমের মধ্যে ছ’টি ট্রেন বাতিল করা হয়েছে। নীলগিরি পার্বত্য রেলওয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বাতিল হওয়া সমস্ত ট্রেনের টিকিটের দাম যাত্রীদের ফেরত দেওয়া হবে।
Sponsored Ads
Display Your Ads Here
অন্য দিকে, এই বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় রাস্তার উপর গাছ ভেঙে পড়ছে। কোথাও আবার ধস নেমেছে। এর ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। চেন্নাইয়ের নীচু এলাকাও জলমগ্ন হয়ে পড়েছে। কেরলের পাঠানমথিত্তা জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে। ইতিমধ্যে ওই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here