অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামীকাল শনিবার ও রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণা এবং দক্ষিণ চব্বিশ পরগণায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া রবিবার রাত থেকে হুগলী, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে।
কলকাতায় অবশ্য ভারী বৃষ্টির সতর্কতা নেই। কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারী বৃষ্টিও হবে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রী সেলসিয়াস থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গের একমাত্র দার্জিলিঙে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আর রবিবার রাতেরবেলা থেকে কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে। তবে এদিন মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। প্রসঙ্গত, চলতি সপ্তাহের প্রথম ভাগে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরী হওয়া নিম্নচাপ, ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
তবে বুধবার থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছিল। এবার সপ্তাহের শেষে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বজ্রপাতের সময়ে বেশ কিছু সাবধানতার কথা জানিয়েছে। যেখানে বলা হয়েছে যে, পথে-ঘাটে বেরোনো মানুষজনকে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে। আর বৃষ্টির কারণে সম্ভাব্য যানজট এড়াতে হাতে অতিরিক্ত সময় নিয়ে বেরোনোর পরামর্শ দিয়েছে। যদিও এখনই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার বিষয়ে কোনোরকম নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।
Sponsored Ads
Display Your Ads Here