অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, আগামী দু’ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত হতে চলেছে। এছাড়া আলিপুরদুয়ারেরও বেশীরভাগ জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে।
পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু জলীয়বাষ্প বেশী থাকায় তাপমাত্রাও বাড়তে চলেছে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রী সেলসিয়াস। রবিবার থেকে আবহাওয়ার উন্নতির পূর্বাভাস রয়েছে। আর জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনাও নেই।
পাশাপাশি আবহাওয়াবিদরা মনে করছেন, সর্বনিম্ন তাপমাত্রা গড়ে ১৭ ডিগ্রির আশেপাশেই থাকবে। সর্বনিম্ন তাপমাত্রার গড় স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রীর বেশী। এছাড়া পশ্চিমী ঝঞ্ঝা চলে যাওয়ার পরও জলীয় বাষ্পের কারণে কুয়াশার ঘনঘটা থাকবে।