মিঠু রায়ঃ কলকাতাঃ রাজ্যের সরকারী হাসপাতালে নার্স নিয়োগে বেনিয়মের অভিযোগ তুলে গতকাল থেকে স্বাস্থ্য ভবন চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়। আজও সেই বিক্ষোভের আঁচ চরমে পৌঁছালো। এই বিক্ষোভ আটকাতে পুলিশের সাথে নার্সদের ধস্তাধস্তি শুরু হয়।
প্রথমে স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ করলেও বেলা বাড়তেই বিক্ষোভকারী নার্সরা নিরাত্তার ঘেরাটোপ টপকে স্বাস্থ্যভবনে গেট ঠেলে ভেতরে ঢুকে পড়েন। কিন্তু গন্ডগোল ও বিশৃঙ্খলা এড়াতে বিক্ষোভকারীদের আটকানো হলেও আন্দোলনকারীরা ব্যরিকেড সরানোর চেষ্টা করেন।
আর তা আটকাতে গিয়ে পুলিশকর্মীরা হুমড়ি খেয়ে উল্টে পড়ে যান। এছাড়া বেশ কয়েক জন আন্দোলনকারী ধাক্কা খেয়ে মাটিতে ছিটকে পড়েন। অবশেষে গেট ঠেলে বিক্ষোভকারীরা স্বাস্থ্যভবনের সামনে ধর্নায় বসেছেন। এই ঘটনায় এক জন নার্স অসুস্থ হয়ে পড়লে তাকে স্বাস্থ্য ভবনের ভিতরে নিয়ে যাওয়া হয়।
আন্দোলনকারীদের দাবী, “করোনা পরিস্থিতিতে বিভিন্ন হাসপাতালে তারা নার্সিংয়ের কাজ করেন। তাদের সরকারী হাসপাতালে নিয়োগে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু গত ২০ শে মে স্বাস্থ্য দপ্তর যে নতুন প্যানেল প্রকাশ করে সেখানে ২০১৮, ২০১৯ এবং ২০২০ সালের কারোর নাম নেই।
সবাই ২০২১ সালে নার্সিং ডিগ্রী পাওয়া প্রার্থী। যারা ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে ইন্টারভিউতে পাশ করেছেন। তাহলে তারা এখনো অবধি চাকরী পেলেন না কেন?”
বিক্ষোভকারীদের মূল বক্তব্য, “তারা প্রত্যেকেই যোগ্য কর্মাপ্রার্থী এবং সরকারী রেজিস্টেশন প্রাপ্ত। অতিমারী পরিস্থিতিতে সকলে মিলে লড়াই করেছে। অথচ এখনো পর্যন্ত তালিকায় নাম নেই”।