পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ অশান্তির ভাঙড়ে আবারও উত্তেজনা। এ বার রাস্তা উদ্বোধন ঘিরে অশান্তিতে জড়াল ISF-তৃণমূল। সংঘর্ষে দুই পক্ষেরই একাধিক কর্মী সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ। রবিবার ভাঙড়ের শানপুকুর গ্রামপঞ্চায়েত এলাকার চিনিপুকুরে এই ঘটনা ঘটে।

চিনিপুকুর গ্রামে একটি রাস্তার উদ্বোধন ছিল। তৃণমূলের অভিযোগ, সেই অনুষ্ঠান বাতিল করার জন্য ISF কর্মীরা তৃণমূলের উপরে চড়াও হয়। এই ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। ISF-এর পাল্টা অভিযোগ, রক্তদান শিবির উপলক্ষে তাদের দলের কর্মীরা জমায়েত করছিলেন। সেই সময়ে তৃণমূলের কর্মীরা হামলা চালায়। দুই পক্ষের সংঘর্ষে তুলকালাম বাধে এলাকায়।
আহতরা জিরানগাছা হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ পিকেটিং বসানো হয়েছে। এলাকার বাসিন্দাদের দাবি, এমনিতেই বছরভর অশান্ত ভাঙড়। ভোট এলে তো আর কথাই নেই। অশান্তি, মারামারি রোজকার ঘটনা। সাধারণ জনজীবন কার্যত বিপর্যস্ত। গত কয়েক দিনে একাধিকবার অশান্তি ছড়িয়েছে এই ভাঙড়ে। কয়েক দিন আগেই আরাবুল ইসলামের ছেলের গাড়ি আটকানো ঘিরে অশান্ত হয় এলাকা। এ বার রাস্তা উদ্বোধন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি।
Sponsored Ads
Display Your Ads Here









