অজয় গুহঃ কোচবিহারঃ কোচবিহারের শীতলকুচি বিধান সভার জোর পাটকি এলাকায় ফের চলল গুলি। গুলিবিদ্ধ ব্যক্তিকে মাথাভাঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সকাল বেলা তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ বাঁধে। সেই সংঘর্ষ বিশাল আকার নিতেই কেন্দ্রীয় বাহিনী সেখানে যায়। এরপর তৃণমূল এবং বিজেপির দুই পার্টির লোকেরা কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা করলে অশান্তি আরো বড়ো আকার নেয়। তারপরেই গুলি চালানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
গোটা ঘটনাটির বিষয় নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে। এছাড়া নির্বাচন কমিশন গুলি চলেছে স্বীকার করেছে। কি পরিস্থিতিতে গুলি চালাতে হয়েছে। এক ঘন্টার মধ্যে তার রিপোর্ট চাওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
হাসপাতাল সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ ওই ব্যক্তি মারা গেছে। এই ঘটনার জেরে এলাকা জুড়ে উত্তেজনার পাশাপাশি নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।