নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের খেজুরি দু’নম্বর ব্লকের জনকা অঞ্চলের গোড়াহার সমবায় নির্বাচনকে কেন্দ্র করে তুমুল বোমাবাজির অভিযোগ উঠলো। একটি তাজা বোমাও উদ্ধার হয়েছে। প্রচুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
বিজেপির দাবী, “তৃণমূল ক্রমাগত এলাকায় বোমাবাজি করছে।” এমনকি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপি সমর্থিত প্রার্থী অমৃত পাত্রর বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ ওঠে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোমা উদ্ধার করেছে। তবে তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।
খেজুরি দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সমুদ্ভব দাস জানান, “ওই এলাকায় তো বিজেপির প্রভাব রয়েছে। দুটো ভোটে তো আমরা কাজই করতে পারিনি। ওরাই জোর জুলুম করে আমাদের ভোটারদের গালিগালাজ করে।” পাল্টা খেজুরি দু’নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বিজেপি পবিত্র দাস বলেন, “ওরা বোমাবাজি করেছে। সীমান্তগুলোকে বাংলাদেশী মডেল তৈরী করেছে। এখানেও সেটা করতে চাইছে।”
Sponsored Ads
Display Your Ads Here