নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পঞ্চায়েত নির্বাচনের মুখে আবার পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের বেলপাহাড়ি থেকে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছে। যাকে কেন্দ্র করে সমগ্র এলাকা জুড়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
সাদা কাগজের উপর লালকালিতে পোস্টারগুলিতে লেখা, ‘নেতাদের মাথা চাই’। আর নীচে ‘মাওবাদী’ লেখা রয়েছে। এদিন বেলপাহাড়ি থানার শিমূলপাল গ্রাম পঞ্চায়েতের ঠাকুরানপাহাড়ি, ওদলচুয়া ও ওদলচুয়া থেকে ঢাঙ্গিকুসুম যাওয়ার পথে কালভার্টের উপর দিয়ে এমন পোস্টার পাওয়া গিয়েছে। পুলিশ এলাকাবাসীদের কাছে খবর পেয়ে পোস্টারগুলি উদ্ধার করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
ইতিমধ্যে পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন। পাশাপাশি ওই পোস্টারগুলি কারা দিয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, ২০ শে জুন পুলিশ জামবনি থানার অন্তর্গত চিল্কিগড় কনক দুর্গামন্দির ঢোকার মুখে যাত্রী প্রতীক্ষালয়ে মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার উদ্ধার করেছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here