নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ সাতসকালে পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার ভাদুতলার ৬০ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রায় ৪০ বছর বয়সী বুড়া সিং নামের এক জন ব্যক্তি। বাড়ি শালবনী ব্লকের নয় নম্বর কাশীজোড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা বেউচা গ্রামে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, পেশায় প্যান্ডেল মিস্ত্রি বুড়া সিং কাজে যোগ দিতে যাওয়ার পথে ভাদুতলার ৬০ নম্বর জাতীয় সড়কে একটি দশ চাকার মাল বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে মারা যান।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
শালবনী থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে। এর পাশাপাশি ওই ঘাতক লরির চালক ও খালাসিকে আটক করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code