পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ ফের গতকাল দক্ষিণ চব্বিশ পরগণার সুন্দরবনের কুলতলির বেণীফেলির জঙ্গলে মাছ ধরতে গিয়ে বাঘের হানায় মৃত্যু হলো একজন মৎস্যজীবীর। এই বিষয়টি মৈপিঠ উপকূল থানা ও বন দপ্তরের কুলতলি বিট অফিসে জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার গোপালগঞ্জের কাছারিবাজারের বাসিন্দা ৪০ বছর বয়সী লখাই নস্কর দুই সঙ্গীকে নিয়ে বন দপ্তরের কুলতলি বিট অফিস থেকে বৈধ কাগজপত্র সংগ্রহ করে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আর গতকাল সেখানে নদীতে মাছ এবং কাঁকড়া ধরতে গিয়েছিলেন।
এমন সময় লখাইবাবুর উপর জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে। এরপর তার সাথীরা নৌকার উপর থেকে বাঘের সাথে লড়াই চালিয়ে যান। তারপর বাঘ চলে গেলে লখাইবাবুকে উদ্ধার করে প্রাথমিক ভাবে জয়নগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয়।