নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ দিনের পর দিন চোখের সামনে ভাইকে নেশা করে অধঃপতনে যেতে দেখতে কোনো দাদারই ভালো লাগে না। তাই ভাইয়ের মদ খাওয়ার প্রতিবাদ জানাতেই প্রতিবাদের ফল হিসেবে প্রাণহানি ঘটায় পশ্চিম মেদিনীপুরের অন্যতম মহকুমা শহর খড়গপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, প্রতিদিন ভাই জি সুমিত রাও নেশা করে বাড়ি ফিরত। দাদা নভজিত্ প্রতিবাদ করাতে সুমিত ও নভজিৎ এর মধ্যে অশান্তিও হতো। আর এই অশান্তির জন্য সুমিত নভজিত্ এর ওপর হামলা চালায়। দ্রুত গতিতে থাকা বাইক নিয়ে নভজিত্ কে ধাক্কা দিলে সে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়তেই মাথায় গুরুতর আঘাত লাগে।
এরপর তড়িঘড়ি পরিবারের সদস্যরা নভজিত্ কে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সা শুরুর পরেও তার অবস্থার অবনতি হলে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। কিন্তু রাতেই নভজিত্ এর মৃত্যু হয়। তারপরই পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
অবশ্য স্থানীয়দের দাবী, মদ্যপানের পাশাপাশি সুমিত এবং নভজিত্ এর মধ্যে সম্পত্তিগত বিষয় নিয়েও অশান্তি ছিল। এদিকে রাতেরবেলাই পুলিশ সুমিতকে গ্রেপ্তার করে পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে।