মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ ছোট্ট ভাইঝির কান্নায় ঘুম ভেঙে যাওয়ায় রাগের বশে বৌদির গলায় ছুরির কোপ বসিয়ে দিল উত্তর চব্বিশ পরগণার দেগঙ্গার সোহাই কুমারপুর পঞ্চায়েতের অনন্তপাড়া এলাকা এক যুবক।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
জানা গেছে, রাতেরবেলা শিখা দাসের ১০ মাসের শিশুকন্যা প্রবল কান্নাকাটি করায় শিখার দেওর অমর দাসের ঘুম ভেঙে যায়। আর ঘুম ভেঙে যাওয়ায় বৌদির সঙ্গে বচসা শুরু হয়। এরপর বচসা চলাকালীন শিখা দেবীর গলায় ছুরির কোপ বসিয়ে দেয় বলে অভিযোগ ওঠে।
তারপর তড়িঘড়ি রক্তাক্ত শিখা দেবীকে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তার গলায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে। এদিকে এই ঘটনার পর থেকেই অমর পলাতক। আপাতত পুলিশ পরিবারের তরফ থেকে অভিযোগ পেয়ে তার খোঁজে তল্লাশি চালাচ্ছেন।