নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ প্রেমিক তার প্রেমিকার মান ভাঙাতে দামী উপহার দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু তাতে যে এমন কাণ্ড ঘটবে তা একেবারেই দুষ্কর। এদিকে টাকা না থাকায় দু’জন বন্ধুকে নিয়ে দিল্লির সরোজিনী নগর এলাকায় ডাকাতি করতে ঢুকেছিল। যা সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরে পড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত্রা ১৯ বছর বয়সী নিজামুদ্দিনের বাসিন্দা আসিফ, ২০ বছর বয়সী আর কে পুরমের বাসিন্দা শুভম ও ৪১ বছর বয়সী জামিয়া নগরের বাসিন্দা মহম্মদ শরিয়াফুল মোল্লা।
Sponsored Ads
Display Your Ads Here
এর আগে শুভম মোবাইল চুরির ঘটনায় জেলে ছিল। নভেম্বরে ছাড়া পেয়েছে। জেলের মধ্যে আসিফ এবং শরিয়াফুলের সাথে আলাপ হয়েছিল। আর এই দু’জনকে নিয়ে একটি বহুজাতিক সংস্থার সিইও আদিত্য কুমার নামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতি করতে এসেছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
সিসিটিভি ফুটেজে দেখা যায় যে, আদিত্যবাবু কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলতেই আসিফ, শুভম ও শরিয়াফুল পিস্তল দেখিয়ে ভিতরে ঢুকে মোবাইল, ল্যাপটপ সহ একাধিক দামি জিনিস নিয়ে চম্পট দিয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
এরপরে আদিত্যবাবু পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেপ্তার করার পাশাপাশি লোপাট করা জিনিসগুলি উদ্ধার করে।