নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ঝিলেরা গ্রামে ধুমকেতু তলার একটি শ্মশানে ঝাড়ফুঁকের নাম করে ১৯ বছরের এক কিশোরীকে ধর্ষণ করার ঘটনায় এলাকাময় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
 
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ওই শ্মশানে মাঝের মধ্যে কেতুগ্রাম থানার মোরগ্রামের এক খ্যাপা বাবা নামে ওঝা আসে। নাম মারু শেখ। বয়স ৪৩ বছর। গত শনিবার ওই শ্মশানে কেতুগ্রাম থানার মোরগ্রামের এক ১৯ বছরের কিশোরীকে ঝাড়ফুঁক করবে বলে নিয়ে আসা হয়।
Sponsored Ads
Display Your Ads Here 
পরিবারের তরফে অভিযোগ ওঠে, মাঝেমধ্যেই মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল। তাই প্রতিবেশীরা মেয়েকে ওঝা ডেকে ঝাড়ফুঁক করানোর জন্য পরামর্শ দেন। তাহলেই নাকি মেয়ে সুস্থ হয়ে যাবে। সেই পরামর্শ মতো ওই ওঝার সাথে যোগাযোগ করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here 
এরপর ওঝা জানায়, শনিবার রাতেরবেলা মেয়েকে নিয়ে মঙ্গলকোটের শ্মশানে আসতে। সেখানে আসলে রোগ ভালো হয়ে যাবে। তারপর শনিবার রাতেরবেলা মেয়েকে নিয়ে যাওয়া হলে ঝাড়ফুঁকের নাম বেশ কয়েকবার ধর্ষণ করা হয়। এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here পুলিশ অভিযোগের ভিত্তিতে গতকাল ওই ভণ্ড ওঝাকে গ্রেপ্তার করে কাটোয়া আদালতে পেশ করা হয়।
পুলিশ অভিযোগের ভিত্তিতে গতকাল ওই ভণ্ড ওঝাকে গ্রেপ্তার করে কাটোয়া আদালতে পেশ করা হয়।
ওই কিশোরীর পরিবারের তরফ থেকে ওই ওঝার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী তোলা হয়েছে।
 
				
 
				 
								 
															













