নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ আজ প্রায় ভোরবেলার দিকে শিলিগুড়ি জেলা হাসপাতালের পুরুষ সার্জিক্যাল ওয়ার্ডের শৌচাগার থেকে এক রোগীর ঝুলন্ত দেহ পাওয়া গেল। মৃত ৫২ বছর বয়সী স্মরজিৎ চক্রবর্তী ডাবগ্রাম-ফুলবাড়ির ভালবাসা মোড় এলাকার বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৮ ই ডিসেম্বর স্মরজিৎবাবু পেটের রোগ নিয়ে ভর্তি হয়েছিলেন। এদিন তাকে ছুটি দেওয়ার কথা ছিল। তবে ভোরবেলা শৌচাগারে এক রোগীর আত্মীয় শৌচকর্মে গিয়ে দেখেন স্মরজিৎবাবুর দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে।
স্মরজিৎবাবুর মা মীরাদেবী জানান, ‘‘এদিন ছেলেকে আনতে হাসপাতালে পৌঁছে ছেলের আত্মহত্যার কথা জানতে পারি। কিন্তু ছেলে আত্মহত্যা করলেও পরিবারের কাউকে জানানো হল না কেন? স্বাস্থ্যকর্মীরা কি ওয়ার্ডে থাকেন না? নজরে রাখলে হয়তো ছেলেটা বাঁচতে পারত। সঠিক চিকিৎসার অভাব ও স্বাস্থ্যকর্মীদের খুব উদাসীনতা রয়েছে’’।
পরিবার সূত্রে এও জানা যায় যে, কয়েক বছর আগে একটি বেসরকারী সংস্থায় নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত স্মরজিৎবাবুর জলপাইগুড়ির পৈতৃক বাড়ি ছেড়ে স্ত্রী-সন্তানদের নিয়ে শিলিগুড়িতে বাড়ি করেন।
গত কয়েক মাস থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলায় বাড়ি যাচ্ছিলেন না। আর নেশা করাও শুরু করেন। এরপর পেটের সমস্যার কারণে নিজেই হাসপাতালে গিয়ে ভর্তি হন।
তবে স্মরজিৎবাবু আত্মহত্যা করার পিছনে কি কারণ আছে তা নিয়ে মা বা স্ত্রী কেউ কিছু বলতে পারেননি। অবশ্য জেলা হাসপাতালের সুপার ছুটিতে থাকায় আপাতত দায়িত্বপ্রাপ্ত অমিত দত্ত গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জানিয়েছেন। এদিকে মৃতের পরিবার শোকের করাল ছায়া নিমজ্জিত হয়েছে।