নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আজ হুগলীর কোদালিয়ার সুকান্তনগরে নথি পরীক্ষার আগের দিন বাড়ি থেকে উদ্ধার হয়েছে দাদপুরের বাবনান উচ্চ বিদ্যালয়ের অঙ্কের শিক্ষকের ঝুলন্ত দেহ। মৃতের নাম ভক্তদাস অধিকারী। বয়স ৩৬ বছর।
পরিবার সূত্রে জানা যাচ্ছে, ২০১৯ সালের ২৮ শে নভেম্বর ভক্তদাস অঙ্কের শিক্ষক হিসাবে চাকরীতে যোগ দিয়েছিলেন। আজ পরিবারের সদস্যরা তার ঝুলন্ত দেহ ঘরের মধ্যে থেকে উদ্ধার করেন। আর সেই ঘরের একটি বোর্ডে লেখা ছিল, ‘‘সরি মা-বাবা! কেউ প্রত্যক্ষ ভাবে বা পরোক্ষ ভাবে জড়িত নয়।’’
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এরপর পুলিশের কাছে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। কিন্তু যেখানে পরিবারে কোনো অশান্তি ছিল না আর চাকরীও বৈধ ছিল সেখানে এমন ঘটনা ঘটানো নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরী হয়েছে। পুলিশ সমগ্র বিষয়টি খতিয়ে দেখতে ভক্তদাসের পরিবার সহ পরিচিতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।