নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গতকাল নদীয়ার তেহট্টে ব্যারাকের মধ্যে এক জন বিএসএফের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো। তবে খুন না আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা তৈরী হয়েছে। মৃত জওয়ানের নাম বিক্রম ধোবি। বয়স ২৬ বছর। বাড়ি রাজস্থান। কর্মসূত্রে তেহট্টের নিউ পাথরঘাটা বিএসএফ ব্যারাকে থাকতেন। আর ১৬১ নম্বর ব্যাটালিয়ানের সীমান্তরক্ষী বাহিনীতে কর্মরত ছিলেন।
জানা যায়, প্রতিদিনের মতো আধিকারিকরা জওয়ানদের উপস্থিতি যাচাই করছিলেন। তখন বিক্রম অনুপস্থিত ছিলেন। পরে সহকর্মীরা খোঁজ করতেই দেখেন, ক্যাম্পের ঘরে তাঁর দেহ ঝুলছে। এরপর দ্রুত বিক্রমকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তেহট্ট থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নেমে বিক্রমের সহকর্মীদের সাথে কথা বলেছে। পরিবারের সাথেও যোগাযোগ করার চেষ্টা চলছে।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি গত কয়েক দিন থেকে ওই জওয়ানের স্বভাব, আচার-আচরণ কেমন ছিল, তা জানার চেষ্টা চলছে। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ থেকেই বিক্রম আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। তারপরই মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
Sponsored Ads
Display Your Ads Here