রায়া দাসঃ কলকাতাঃ কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় বন্ধ ঘরের দরজা ভেঙে উদ্ধার হয়েছে এক জন কিশোরের ঝুলন্ত দেহ। মৃত কিশোরের নাম সম্প্রীত হালদার। স্থানীয় একটি বেসরকারী বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরে সম্প্রীত চুপচাপ ঘরে থাকত। বন্ধু অথবা পরিবারের কারোর সাথে বিশেষ কথা বলত না। নিজের ঘরে একা বসে গান শুনত। সকালে তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভাঙতেই ঝুলন্ত দেহ দেখা যায়।
এরপর তড়িঘড়ি সম্প্রীতকে বাঘাযতীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। সম্প্রীতের মৃত্যুর খবর পেয়ে রিজেন্ট পার্ক থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, ওই কিশোর মানসিক অবসাদ থেকেই এই আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে।
যদিও পুলিশ সমগ্র বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখছেন। এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।