নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার রানাঘাটের কীর্তিনগরে বাড়িতে গলায় ফাঁস দিয়ে একসাথে আত্মঘাতী হয়েছেন ১ দম্পতি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত দম্পতির ৩৭ বছর বয়সী বিশ্বজিৎ দাস ও ৩২ বছর বয়সী স্ত্রী পল্লবী দাস।
স্থানীয় সূত্রে খবর, বিশ্বজিৎবাবু এবং পল্লবী একটি বাড়িতে ভাড়া থাকতেন। এদিন প্রথমে স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন। এরপর স্বামী ঘরের বারান্দায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন। কিন্তু বিশ্বজিৎবাবু ও পল্লবী দেবীর মধ্যে কোনো অশান্তি ছিল না।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এই ঘটনার কিছু ক্ষণের মধ্যে রানাঘাট থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তারপর মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে এভাবে আত্মঘাতী হওয়ার কারণ কি তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।