দেবব্রত মন্ডলঃ বাঁকুড়াঃ আজ সকাল ৯.৩০ নাগাদ বাঁকুড়া জেলার অন্যতম বনাঞ্চলের উত্তরবনবিভাগের বড়জোড়া রেঞ্জের সংগ্রামপুর এলাকার জামবেদিয়া জঙ্গলে আচমকা আগুন লেগে যায়। যা দেখে এলাকা জুড়ে শোরগোল পড়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে বড়জোড়া থানার পুলিশ ও বড়জোড়া বনদপ্তর আধিকারিকরা দেরী করে আসেন। স্থানীয়দের তৎপরতায় দমকল বিভাগে খবর দেওয়া হলে দমকল বাহিনী দেরীতে পৌঁছানোয় আগুন লেলিহান শিখার মতো ছড়িয়ে পড়ে জঙ্গলের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায়। যার জেরে জঙ্গলের মধ্যে যে সমস্ত জীব-জন্তু সহ সাপ রয়েছে তারা রাস্তায় উঠে পড়তে শুরু করে।
Sponsored Ads
Display Your Ads Hereকিন্তু আগুন লাগার কারণ জানা যায়নি।তবে জঙ্গলে আগুন লাগল কিভাবে তা ভালোভাবে খতিয়ে দেখছে বড়জোড়া থানার পুলিশ।