নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ গতকাল বীরভূমের দুবরাজপুরের খোয়াজ মহম্মদপুর গ্রামে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরীর মশলা লুকিয়ে রাখার অভিযোগে চার জন গ্রেফতার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সম্প্রতি ওই গ্রামে বোমা বিস্ফোরণ এবং গুলি কাণ্ডের ঘটনায় পুলিশ শেখ আজম সহ পাঁচ জনকে গ্রেফতার করে। পাশাপাশি আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা উদ্ধার হয়েছিল। এরপর দুবরাজপুর আদালতে পেশ করা হলে বিচারক শেখ আজমকে জেল হেফাজত এবং বাকি চার জনকে পুলিশী হেফাজতের নির্দেশ দেন। ফলে পুলিশ তদন্তে নেমে গোপন ডেরায় অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করে একটি একনলা দেশী বন্দুক, দু’টি দু’নলা দেশী বন্দুক এবং প্রায় এক কেজি বোমা তৈরীর মশলা উদ্ধার করে।
তারপর দুবরাজপুর আদালতে পেশ করা হলে দু’জনকেই চার দিনের জন্য পুলিশী হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশী হেফাজতে থাকাকালীন দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে, তাদের বাড়ির গোপন জায়গায় আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরীর মশলা মজুত রয়েছে। তা জানার পরেই দুবরাজপুর থানার পুলিশ সেই জায়গাগুলিতে হানা দিয়ে আগ্নেয়াস্ত্র এবং বোমা তৈরীর মশলা উদ্ধার করে।
পুলিশ সূত্রে খবর, সিভিক ভলান্টিয়ার শেখ রাজু ও মীর বজায় ওরফে ভন্টুর বাড়ির চত্বরের গোপন জায়গা থেকে দু’টি দু’নলা দেশী বন্দুক এবং শেখ নজাই ওরফে নজরুলের বাড়ির চত্বর থেকে একটি একনলা দেশী বন্দুক উদ্ধার করে। পুলিশ হেফাজতে থাকা চার জনকে দুবরাজপুর আদালতে পেশ করা হলে বিচারক শেখ রাজু ও ভন্টুকে দু’দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিয়েছেন। আর বাকি দু’জনকে এগারো দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।