এলাকার পরিত্যক্ত জমির পাঁচিল থেকে উদ্ধার গ্রেনেড

Share

নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ আজ শিলিগুড়ির প্রধাননগর থানার পবিত্রনগর এলাকার একটি পরিত্যক্ত জমির পাঁচিলে গ্রেনেড পড়ে থাকতে দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, উঁচু পাঁচিলের খোপে একটি গ্রেনেড পড়ে থাকতে দেখেন কয়েক জন। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। গ্রেনেড দেখতে ভিড় শুরু হয়। আবার আতঙ্কও ছড়ায় এলাকায়। শিলিগুড়ির পরিত্যক্ত জমিতে কী ভাবে গ্রেনেড এল, ভেবে পাচ্ছে না স্থানীয় প্রশাসন।

গ্রেনেড মেলার খব পেয়ে শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তারা খবর দেয় সেনাকে। শুক্রবার দুপুর নাগাদ সেনার একটি দল যায় ঘটনাস্থলে। গেটের তালা ভেঙে পরিত্যক্ত জমিটিতে অভিযান চলে। একই সঙ্গে গ্রেনেডটিও উদ্ধার করেছেন সেনাকর্মীরা। অর্চনা প্যাটেল নামে এক সেনাকর্মী জানিয়ে দেন, তাঁরা গ্রেনেডই পেয়েছেন। তাঁর কথায়, ‘‘যেটা পাওয়া গিয়েছে, সেটা গ্রেনেড। আমরা নিয়ে যাচ্ছি। তবে এটা কার্যকরী কি না, তা এখনই বলতে পারছি না।’’

রবি রায় নামে স্থানীয় এক বাসিন্দা জানান, বৃহস্পতিবার দুপুরে এলাকার কিছু মানুষ গ্রেনেডটি দেখতে পান। তবে কবে এবং কোথা থেকে এটা পাওয়া গিয়েছে, কেউ জানেন না। তিনি বলেন, ‘‘খুব স্বাভাবিক ভাবেই আমরা আতঙ্কিত। সেনাকর্মীরা আজ (শুক্রবার) এসে গ্রেনেডটি নিয়ে গেল।’’

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram