অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ অসুস্থ হয়ে কমান্ড হাসপাতালে ভর্তি রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সি ভি আনন্দ বোসকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। সঙ্গে রাজ্যের মুখ্যসচীব মনোজ পন্থ ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ছিলেন।
রাজভবন সূত্রের খবর, এদিন সি ভি আনন্দ বোস কমান্ড হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য গিয়েছিলেন। মাঝেমধ্যেই এই শারীরিক পরীক্ষা করেন। কিন্তু স্বাস্থ্য পরীক্ষার পর ‘হার্ট ব্লকেজ’ এর কথা জানা যায়। এরপর অবিলম্বে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসা চলছে। তবে পরে শারীরিক অবস্থা দেখে অন্য হাসপাতালে স্থানান্তরিতও করা হতে পারে।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য, গত শুক্রবারই সি ভি আনন্দ বোস মালদা ও মুর্শিদাবাদে গিয়েছিলেন। আর যারা অশান্তির ঘটনায় আক্রান্ত, সেই পরিবারগুলির সঙ্গে দেখা করে কথা বলেন। এছাড়া শনিবার মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকা পরিদর্শনের পর রাজ্যপাল সিভি আনন্দ বোস জানান, “মুর্শিদাবাদে বর্বরোচিত হামলা হয়েছে। যদিও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। কিন্তু মানুষের আতঙ্ক কাটেনি।”
Sponsored Ads
Display Your Ads Here