নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ ট্রেন দুর্ঘটনা যেন পিছু ছাড়ছেই না। এবার উত্তরপ্রদেশের মথুরায় একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে রেললাইন থেকে কুড়িটি কামরা ছিটকে গেল। এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই। তবে সাধারণ যাত্রীবাহী ট্রেন হলে বড়ো ক্ষয়-ক্ষতি হতে পারত বলেই রেল আধিকারিকরা উদ্বেগ প্রকাশ করেছেন।
জানা গেছে, গতকাল রাত ১১টা নাগাদ আগ্রা থেকে দিল্লিগামী রুটে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। এটি ঝাঁসি থেকে সুন্দরগড় যাচ্ছিল। কিন্তু মথুরার বৃন্দাবন রোডের কাছে আচমকাই লাইনচ্যুত হয়ে অন্তত কুড়িটি কামরা লাইনচ্যুত হয়। আর মালগাড়িতে কয়লা থাকায়, তা ট্র্যাকের উপরে ছড়িয়ে পড়ে। এছাড়া মালগাড়ির কামরার ধাক্কায় বেশ কয়েকটি পিলারও ভেঙে গিয়েছে।
এদিকে রেল আধিকারিকরাও দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান। আর রাতেরবেলা থেকেই ট্র্যাক মেরামতির কাজ শুরু হয়েছে। অন্যদিকে, এই দুর্ঘটনার জেরে তিনটি আপ-ডাউন ট্র্যাকে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আগ্রা, দিল্লি ও গোয়ালিয়রগামী কমপক্ষে পনেরোটি ট্রেন দেরীতে চলছে। ফলে যাত্রীরাও চরম ভোগান্তির শিকার হয়েছেন।