অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ শুল্ক দপ্তরের আধিকারিকদের তৎপরতায় কলকাতার বড়বাজারে বিদেশ থেকে অবৈধ ভাবে আনা সোনা উদ্ধার হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক দপ্তরের আধিকারিকরা বড়বাজারের একটি দোকানে তল্লাশি চালিয়ে ৯,০২০.৪৬ গ্রামের সোনা উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ৪ কোটি ৫১ লক্ষ টাকা।
এই পাচার কাণ্ডের সঙ্গে কে বা কারা যুক্ত? অথবা এত সোনা কোথা থেকে এলো তা নিয়ে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করার পাশাপাশি তদন্ত শুরু হয়েছে। তবে মনে করা হচ্ছে যে, এই পাচার কাণ্ডের সাথে বড়ো কোনো পাচারচক্র যুক্ত থাকতে পারে।