পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার ক্যানিংয়ে এবার টুথ পেস্টের টিউবের ভিতরে অভিনব কায়দায় সোনা পাচার করতে গিয়ে সাত জন পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যানিং-বারুইপুর রোডে ধলিরবাটি মোড়ের কাছে পুলিশের নাকা চেকিং চলছিল। তখন একটি সোনা চোরাই পাচারকারীদের দল হাওড়া থেকে সোনা চুরি করে ক্যানিংয়ে আসছিল। ওই সময় গোপন সূত্র মারফত ক্যানিং থানার পুলিশ পাচারকারীদের আসার খবর পেয়ে নাকা চেকিং করে সন্দেহভাজন ওই গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালায়।
Sponsored Ads
Display Your Ads Here
আর তল্লাশি চলাকালীন সেই গাড়িটিতে থেকে পাওয়া টুথ পেস্ট টিউব কেটে সত্তর গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ছ’লক্ষ টাকা। এই ঘটনায় পুলিশ ওই সাত জনকে গ্রেফতার করেছেন। এরপর আলিপুর আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়ে এই পাচার চক্রের বাকিদের ধরতে তৎপরতা শুরু করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here