টানা একটানা দাম বৃদ্ধির পর অনেকটাই কমেছে সোনার দাম

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ভারতের বাজারে সোনার দাম তিন মাসে সবথেকে কম হয়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সামান্য বৃদ্ধি পেলেও বুলিয়ন বাজারে সোনার দামে সামান্য পতন দেখা গেছে। আর গত লেনদেন সেশন থেকে রুপোর দাম সামান্য বৃদ্ধি পেয়েছে।

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার জুন ফিউচার মার্কেট ০.১১ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৪৯ হাজার ৯৩৭ টাকা হয়েছে। এছাড়া রুপোর দাম ০.৯১ শতাংশ বেড়ে প্রতি কেজি ৫৯ হাজার ৬৮৩ টাকা হয়েছে।


গত কিছু দিনে আরবিআই, ফেডারেল রিজার্ভ ও ব্যাঙ্ক অফ ইংল্যান্ড সুদের হার বাড়িয়েছে। মার্চের শুরুতে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫৬ হাজার টাকার কাছাকাছি ছিল। সেই হিসেবে রেকর্ড মাত্রা থেকে প্রতি ১০ গ্রামে সোনার দাম ৬০০০ টাকা কমছে।


আইবিজেএর ওয়েবসাইট অনুযায়ী ২৪ ক্যারেটের প্রতি ১০ গ্রামে সোনার দাম ৫০ হাজার ৩৬৭ টাকা, ২৩ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫০ হাজার ১৬৫ টাকা, ২২ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনার দাম ৪৬ হাজার ১৩৬ টাকা হয়েছে।


একইভাবে ২০ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনার দাম ৩৭ হাজার ৭৭৫ টাকা এবং ১৪ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনার দাম ২৯ হাজার ৪৬৫ টাকা হয়েছে। আবার সোনা কিনতে হলে এই দামের উপর আলাদাভাবে ৩ শতাংশ GST দিতে হয়। আর সোনা কেনার আগে বিশুদ্ধতা জানা একান্ত আবশ্যক।

২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার উপরে ৯৯৯ লেখা থাকে। ২৩ ক্যারেট বিশুদ্ধ সোনার উপরে ৯৯৫ লেখা থাকে। ২২ ক্যারেট বিশুদ্ধ সোনার উপরে ৯১৬ লেখা থাকে। ১৮ ক্যারেট বিশুদ্ধ সোনার উপরে ৭৫০ লেখা থাকে ও ১৪ ক্যারেট বিশুদ্ধ সোনার উপরে ৫৮৫ লেখা থাকে। ঠিক তেমন ভাবেই ৯৯৯ বিশুদ্ধতার রুপোকে সবথেকে বেশী বিশুদ্ধ বলে মনে করা হয়।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930