নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ রাজস্থানের বিকানেরে অনুশীলন চলাকালীন ১৭ বছর বয়সী পাওয়ারলিফ্টার যষ্টিকা আচার্যের ঘাড়ে ২৭০ কেজি রড পড়ে মৃত্যু হলো। এই যষ্টিকা আচার্য জুনিয়র জাতীয় গেমসে সোনা জিতেছিলেন।
সূত্রের খবর, মঙ্গলবার যষ্টিকা জিমে অনুশীলন করার সময় ২৭০ কেজির রড তাঁর ঘাড়ে এসে পড়ে ঘাড় ভেঙে যায়। এরপর সাথে সাথে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এছাড়া যখন যষ্টিকা জিমে অনুশীলন করছিলেন, তখন ট্রেনার সাথে থাকায় তিনিও আহত হন। তবে তার সামান্য চোট লেগেছে। তবে যষ্টিকার পরিবারের পক্ষ থেকে এই নিয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে। অনেকের মতে, “এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। অনুশীলনের সময় যেন ন্যূনতম সুরক্ষার ব্যবস্থা করা হয়।”
Sponsored Ads
Display Your Ads Here